Skip to main content

মাঠে যেভাবে আঘাত পেলেন মেসি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: লা লিগায় শনিবার দিবাগত রাতে ন্যু ক্যাম্পে সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। তবে খেলার ১৭ মিনিটে সেভিলার মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাজকুয়েজের আঘাতে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। বার্সার টিম ট্রেইনার সাইডলাইনে মেসিকে হাতে ব্যান্ডেজ করিয়ে বসিয়ে রেখেছিলেন কিন্তু অবস্থার উন্নতি হয়নি। তাই ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আর মাঠে নামতে পারেনি বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা এই খেলোয়াড়। ইনজুরিতে পড়ার আগে বার্সার দু'টি গোলেই ছিল মেসির অবদান। https://youtu.be/XotMYunh7Gg