শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০৬:১৮ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক উন্নয়ন মতপার্থক্যের জেরে ইরানের দুই মন্ত্রীর পদত্যাগ

ওমর শাহ : সড়ক উন্নয়ন মতপার্থক্যের জের ধরে ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দি এবং খনিজ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি পদত্যাগ করেছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তাদের পদত্যাগপত্র গ্রহণও করেছেন। চলতি বছর এক বিমান দুর্ঘটনায় ৬৬টি যাত্রী নিহত হওয়ার পর ইরানের জনগণ তাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। রোববার এ খবর জানিয়েছে প্রেসটিভি।

এই দুই মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করার সময় প্রেসিডেন্ট হাসান রুহানি গত কয়েক বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দুই মন্ত্রী শনিবারই দিনের শুরুতেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

প্রেসিডেন্ট রুহানি একইসঙ্গে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মোহাম্মাদ ইসলামিকে এবং খনিজ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে রেজা রাহমানিকে নিয়োগ দিয়েছেন। ভারপ্রাপ্ত মন্ত্রীদেরকে এখন আগামী তিন মাসের মধ্যে ইরানের সংসদে শুরায়ে ইসলামির আস্থাভোটে জয়ী হতে হবে।

আব্বাস আখুন্দি শনিবার সকালে তার পদত্যাগপত্র জমা দিয়ে সাংবাদিকদের জানান, নগর উন্নয়নের বিষয়ে মতপার্থক্যের জের ধরে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। আখুন্দি চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুইবার সংসদে আস্থাভোটে জয়ী হন।

২০১৬ সালের নভেম্বর মাসে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় সেমনান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় ৪৫ যাত্রী নিহত হন। এ ছাড়া, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরের কাছে এক বিমান দুর্ঘটনায় ৬৬ আরোহীর সবাই নিহত হন। এসব বিষয়ে তার পদত্যাগের দাবি জানাচ্ছিলেন সমালোচকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়