শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর জেলা ফুটবল লীগ শুরু ২৫ অক্টোবর

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা ফুটবল লীগ শুরু হচ্ছে আগামী ২৫ অক্টোবর বৃহস্পতিবার। জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত এবারের ফুটবল লীগের টাইটেল স্পন্সর হয়েছে সাইফ পাওয়ার ব্যাটারি। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থা এ ফুটবল লীগ আয়োজনে সহায়তা করছে।

স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ফুটবল লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর শনিবার সন্ধ্যায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে শেরপুর ডিএফএ আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ডিএফএ সভাপতি মানিক দত্ত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২৫ অক্টোবরের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে গত লীগের চ্যাম্পিয়ন রাইজিং স্পোর্টিং ক্লাব বনাম দূর্বার তরুণ সংঘ। এবারের ফুটবল লীগে শেরপুর ডিএফএ’র তালিকাভুক্ত ১১টি ক্লাব এবং শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা দলসহ ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

দলগুলো হলো-রাইজিং স্পোর্টিং ক্লাব, কাকলী স্পের্টিং ক্লাব, দূর্বার তরুণ সংঘ, সবুজসেনা, মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব, অগ্রগামী ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব, প্রবীণ একাদশ, কুসুমকলি স্পোর্টিং ক্লাব, হিমাচল ক্লাব, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা ও অ্যাকটিভ ক্লাব। লীগের চ্যাম্পিয়ন ও রাসারআপ দলকে ট্রফি ছাড়াও যথাক্রমে নগদ ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হবে, থাকবে ফেয়ার প্লে ও সেরা খেলোয়াড় পুরষ্কার।

এছাড়া লীগে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ৬ হাজার টাকা ও একটি করে ফুটবল প্রদান করা হচ্ছে এবং প্রতি খেলার বিজয়ী দলের জন্য থাকছে বিশেষ অর্থ বোনাস। লীগের প্রাথমিক পর্বে স্থানীয় রেজিস্টার্ড খেলোয়াড়রাই কেবল অংশগ্রহণ করবে, তবে পরবর্তী দ্বিতীয় পর্যায়ে প্রতি দলে চার জন করে বহিরাগত খেলোয়াড় খেলার সুযোগ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ফুটবল লীগ কমিটির আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ ডিএফএ কর্মকর্তাবৃন্দ, ক্লাব প্রতিনিধি এবং দলীয় অধিনায়করা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়