Skip to main content

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের তৃতীয় জাতীয় সম্মেলন আজ

এস এম এ কালাম : বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের তৃতীয় জাতীয় সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের সার্কিট হাউজ রোডের বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকমের এডিটর ইন চীফ তৌফিক ইমরোজ খালেদী, নারী সাংবাদিক কেন্দ্রের উপদেষ্টা সেতারা মূসা, সাউথ ইস্ট ব্যাংকের এমডি কামাল হোসেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপত্বিতে অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। সম্পাদনা: হুমায়ুন কবির খোকন