শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের আচরণে অস্থিরতা ও অহিষ্ণুতার প্রকাশ ঘটছে

আশিক রহমান : গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিরোধীদলগুলোর সভা-সমাবেশে বাধাপ্রদানকে দুঃখজনক আখ্যায়িত করে বলেছেন, ক্ষমতাসীন সরকারের কথাবার্তা, আচার-আচরণে একধরনের অস্থিরতা ও অহিষ্ণুতার প্রকাশ ঘটছে। সেটা আমরা অনেকদিন ধরেই দেখছি। বিরোধীদলগুলোকে সভা-সমাবেশ করতে বাধা প্রদান করা বা না দেওয়াটাই হচ্ছে তাদের অস্থিরতার সবচেয়ে বড় প্রতিফলন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে

তিনি আরও বলেন, বিরোধীদলের প্রতি যে আচরণ করে আমাদের সরকারগুলো তা মানুষ ভালোভাবে নেয় না। কারণ তারা সবই দেখছে কী হচ্ছে বিরোধী দলগুলোর সঙ্গে। যারা এসব আচরণ করেন বিরোধীদলগুলোর সঙ্গে, তারা মনে করেন আজকে আমরা জিতে গেলাম, ক্ষমতা দেখিয়ে দিলাম। কিন্তু মানুষ তাদের ধিক্কার দিচ্ছে। তারা যখন গণতন্ত্রের জন্য কান্নাকাটি করেন, ভালো ভালো কথা বলেন, মানুষ তা বিশ্বাস করে না।

এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন আহমদ বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে মানুষ ভোট দিয়ে একটা সরকার পরিবতর্ন করে ফেলতে পারে, সেই ক্ষমতা তাদের হাতে রয়েছে। কোনো রাজনৈতিক দল যদি মনে করে ভোটারদের ওপর তাদের আস্থা রয়েছে, তাদের ম্যান্ডেড নিয়ে সরকার গঠন করবেন তাহলে তো এ ধরনের আচরণ করার কথা নয়। অতীতে আমরা দেখেছি, সরকারে থেকে কোনো কোনো রাজনৈতিক দল তার ইচ্ছেমতো সবকিছু সাজান এবং যেকোনোভাবেই হোক ক্ষমতায় যাওয়ার জন্য নানারকম ফন্দিফিকির আটেন।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো সরকারে থাকলে ভুলে যায় তারা একসময় বিরোধী দলে ছিলো। সরকারি দল তফসিল ঘোষণার আগেই যথেচ্ছ নির্বাচনি প্রচার করে বেড়াচ্ছে সারাদেশে। কিন্তু বিরোধীদলগুলোর অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, বাস্তবেও আমরা দেখতেও পাচ্ছি, সভা-সমাবেশ করার অনুমতি পাচ্ছে না বিরোধীদলগুলো। পুলিশের অনুমতি ছাড়া তো এখন কেউ কিছু করতে পারে না।

তিনি আরও বলেন, সবার প্রত্যাশা নির্বাচনে একটি সুস্থ প্রতিযোগিতা হবে এবং সবাই যার যার মত প্রচার করবেন। শুধু নির্বাচন কেন, রাজনীতিতে এটাই হওয়া উচিত। কিন্তু নানারকম ছুতো বা অভিযোগে বিরোধীদলগুলোকে কথা বলতে না দেওয়া বা প্রচারে বাধা দেওয়ার সঙ্গে গণতান্ত্রিক সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। আমরা মুক্ত গণতন্ত্রের কথা বলি, কিন্তু কার্যত আমরা এর বিরুদ্ধে কাজ করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়