Skip to main content

ব্যারিস্টার মইনুলের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত

মোশরেফা মিশু : ব্যারিস্টার মইনুল সাহেব বিশিষ্ট নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে যেভাবে অপমান-অপদস্ত করেছেন, তার নিন্দা জানাই। একজন নারীকে চূড়ান্তভাবে অপমান-অপদস্ত করতে গেলে আমাদের সমাজে আমরা সর্বত্র দেখি, পুরুষরা ‘চরিত্রহীন’ বলে থাকেন। নারীকে সবচেয়ে বেশি অপমানিত করা হয় ‘চরিত্রহীন’ বলে। মাসুদা ভাট্টির সাথে ব্যারিস্টার মইনুল সাহেবের ব্যক্তিগত মতবিরোধ থাকতে পারে, সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। দুজনই সংস্কৃতিমনা মানুষ। তাই বলে পাবলিক প্লেসে এসে, লাইভে এসে চরিত্রহীন বলা উচিত হয়নি। ব্যারিস্টার মইনুল সাহেব, উনি একজন প্রবীণ মানুষ। তারপরও তিনি যেভাবে মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বললেন, তা  কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর তীব্র নিন্দা জানাই। ব্যারিস্টার মইনুলের ক্ষমা চাওয়া উচিত এবং অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। পরিচিতি : সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি/সাক্ষাৎকার গ্রহণ : মো.এনামুল হক এনা/সম্পাদনা : ফাহিম আহমাদ বিজয়