Skip to main content

কাউখালীতে গাছ চাপায় শ্রমিক নিহত

কাউখালীতে গাছ চাপায় শ্রমিক নিহত
খেলাফত হোসেন খসরু, পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে গাছ চাপায় মো. মোস্তফা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দাসেরকাঠি গ্রামে একটি চাম্বল গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত গাছ শ্রমিক উপজেলার দাসেরকাঠী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার দাসেরকাঠী গ্রামে শনিবার সকালে মো. মোস্তফা ও কয়েকজন শ্রমিক মিলে ক্রয়কৃত একটি চাম্বল গাছ কাটছিলেন। গাছটি কাটার কাধে করে এক পাশ থেকে অন্য পাশে স্থান্তরের সময় সামনের শ্রমিকরা নির্দিষ্ট স্থানে কাধ থেকে ফেলে দিলে গাছ শ্রমিক মোস্তফার কাধের গাছ যথাসময়ে ফেলতে না পারায় ওই গাছের নিচে সে চাপা পড়ে যায়। পরে সহযোগি শ্রমিকর ও স্থানীয় লোকজন মিলে গাছের তলা থেকে গুরুতর অবস্থায় আহত শ্রমিককে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহত শ্রমিকের পরিবারে এখন শোকের মাতোম চলছে। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকের পরিবারের কোন অভযোগ না থাকায় হাসপাতাল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অন্যান্য সংবাদ