শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০৩:৪৩ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্দর নগরী ঘুরে এলো সোনালী ট্রফি

দৈনিক আজাদী : আগামী বছরের ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্ব ভ্রমণ শুরু করেছে ২০১৯ সালের ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। ‘ট্রফি ট্যুরের’ অংশ হিসেবে বিশ্ব ঘুরছে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। সেই ট্যুরের অংশ হিসেবে প্রায় ১১ কেজি ওজনের সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফিটি পৃথিবীর কয়েকটি দেশ ঘুরে ঢাকা, সিলেট হয়ে এখন এসেছে চট্টগ্রামে।

আজ শনিবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনার পর ট্রফিটি নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে নিয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা।

এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন টেনিস কোর্টে স্থাপিত মঞ্চে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ট্রফিটি ইউনিসেফের উদ্যোগে প্রদর্শন করা হয় নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। তারপর সেটি উন্মুক্ত করা হয় সবার জন্য। এ প্রদর্শনী চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিশ্বকাপ ক্রিকেটের ট্রফিটি দেখতে এম এ আজিজ স্টেডিয়াম এলকায় ভিড় করেছেন ক্রিকেটপ্রেমীরা। লাইন ধরে দাঁড়িয়ে তারা ট্রফি দেখার পাশাপাশি ট্রফিটির সাথে সেলফিও তুলছেন অনেকে।

উল্লেখ্য, ১০ দলের বিশ্বকাপ হলেও এই ট্রফি ঘুরবে ৫টি মহাদেশের ২১টি দেশের ৬০টি শহরে। বিশ্বের ৬ নম্বর দেশ হিসেবে ট্রফিটি এখন বাংলাদেশে রয়েছে। বিশ্বকাপ ট্রফির ইতিহাসে সবচেয়ে লম্বা পরিভ্রমণ এবারই।

গত ২৭ আগস্ট দুবাইয়ে আইসিসির সদর দপ্তর থেকে শুরু হয়েছে ট্রফির ভ্রমণ। ক্রিকেটকে ছড়িয়ে দিতে প্রথাগত ক্রিকেট খেলুড়ে দেশের বাইরের অনেক দেশেও এবার যাচ্ছে বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশে আসার আগে ট্রফিটি ঘুরে এসেছে ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও পাকিস্তান।

বাংলাদেশ থেকে ট্রফিটি নেপাল হয়ে পর্যায়ক্রমে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি যাবে। আগামী ১৯ ফেব্রুয়ারি ট্রফিটি বিশ্বকাপের স্বাগতিক দেশ ইংল্যান্ডে পৌঁছানোর কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়