Skip to main content

খাসোগজি হত্যা; সৌদি ব্যাখ্যা বিশ্বাসযোগ্য, অস্ত্রচুক্তির ক্ষতি হবে না: ট্রাম্প

আব্দুর রাজ্জাক: সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল আহমেদ খাসোগজি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে রিয়াদ। নিখোঁজ সাংবাদিকের বিষয়ে সৌদির প্রদত্ত প্রতিবেদন বিশ্বাসযোগ্য তবে এতে অস্ত্রচুক্তির কোন ক্ষতি হবে না। যদিও ঘটনার সাথে সৌদির সম্পৃক্ততা প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরটি জানায়, ‘রিয়াদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তারা দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করায় এর আশঙ্কা কমে গেছে। তবে তারা আমাদের দেশে প্রায় ৬ লাখ মানুষের কর্মসংস্থা সৃষ্টি করার সম্ভাবনা দেখানোয় আমরা অস্ত্রচুক্তিটি ধরে রাখব। এটি প্রত্যাহার করা হলে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এমনকি যুক্তরাষ্ট্রের জন্য এটি মারাত্মক বেদনাদায়ক হবে’ বলে ট্রাম্প মনে করেন। উল্লেখ্য, ২০ মে ২০১৭ সালে ট্রাম্প ও সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ’র সাথে একটি বিশাল অংকের অস্ত্রচুক্তি সম্পাদিত হয়েছে। উভয় নেতার দ্বিতীয় বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে তাৎক্ষণিক গ্রহণের জন্য ১১০ বিলিয়ন ডলারের ও আগামী ১০ বছরে গ্রহণের জন্য আরো ৩৫০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি করে রিয়াদ। যদিও এই অস্ত্রগুলো নিরিহ মানুষ হত্যায় ব্যবহৃত হওয়ার আশঙ্কায় উদ্বেগ জানিয়েছিল অনেক মানবাধিকার সংগঠন। রয়টার্স

অন্যান্য সংবাদ