শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০৩:২৬ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির নিবন্ধন বাতিল রিটের বিষয় জানেন না আ.লীগের শীর্ষ আইনজীবীরা

এস এম নূর মোহাম্মদ : বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে রিটের প্রস্তুতি নেওয়া হচ্ছে শনিবার এমন খবর প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। দলটির সন্ত্রাসী কার্যকলাপ তুলে ধরে নিবন্ধন বাতিল চাওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হযেছে। তবে নিবন্ধন বাতিলে রিটের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ আইনজীবীরা।

জানতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার সঙ্গে এ নিয়ে কারো কোন কথা হয়নি।

এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, আমি এলাকায় অবস্থান করছি। তাই এ বিষয়ে কিছু জানি না। আমার সঙ্গে এ নিয়ে কোন কথা হয়নি। তবে করতে পারে, কারন এর আগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সময়ে একটি রায় হয়েছিল। যে রায়ে বিএনপির বিষয়ে কিছু কথা বলা আছে। সেটি যুক্ত করে হয়তো কেউ রিট করতে পারে।

আর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, আমি এলাকায় ছিলাম। এ বিষয়ে অবগত নই।

এদিকে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এদল এর আগে বহুবার ক্ষমতায় ছিল। তাই নিবন্ধন বাতিলে আইনগত কোন ভিত্তি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়