শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা আয়োজনে লামায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

নুরুল করিম আরমান, লামা : নানা আয়োজনে বান্দরবানের লামা উপজেলায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে বান্দরবান ক্লাস্টার পরিষদের উদ্যোগে ‘সুরক্ষিত ভবিষ্যত অন্বেষণে ক্রেডিট ইউনিয়ন’ এ শ্লোগানকে মূল সুর করে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাল্ব কার্যালয় মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

বান্দরবান ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। বান্দরবান ক্লাস্টার পরিষদের সেক্রেটারী জাহেদ সরোয়ারের সঞ্চালনায় এতে কাল্ব লিমিটেডের ট্রেজারার এম জয়নাল আবেদীন, কাল্ব লিমিটেডের ডিরেক্টর (জ-অঞ্চল) নুর মোহাম্মদ, কক্সবাজার ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান আক্তার আহমদ, মৌচাক কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান আবদুর শুক্কুর, বমু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ তমিজ উদ্দিন, মাইজপাড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান এ.এম ইমতিয়াজ, মৌচাক ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী মো. হানিফ

রুপসীপাড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যন মো. ইছহাক, শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নাজেম উদ্দিন, বান্দরবান ক্লাস্টার পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। সভায় বক্তারা বলেন, বেসরকারী সংস্থায় ঋণগ্রস্ত হওয়ার চেয়ে, নিজেদের সঞ্চিত টাকা নিজেরা ব্যবহার করে নিজেদের স্বাবলম্বি করে তুলতে হবে। এ সময় উপজেলার কালব সদস্যভুক্ত সকল ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়