শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০৩:০৯ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাল খাসোগজিকে হত্যার স্বীকারোক্তি সৌদির, বরখাস্ত ৫, আটক ১৮

আব্দুর রাজ্জাক: সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল আহমেদ খাসোগজি তুরস্কের ইস্তাম্বুলে কনস্যুলেটের অভ্যন্তরে সংঘর্ষে নিহত হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন স্বীকারোক্তি দিয়ে অন্তত ৫জন কর্মকর্তাকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং আরো ১৮জনকে আটক করা হয়েছে। রিয়াদের প্রাথমিক তদন্তে এমন তথ্য উঠে এসেছে বলেও জানানো হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, খাসোগজি নিহত হওয়ার সাথে সম্পৃক্ততার অভিযোগে সৌদির ডেপুটি গোয়েন্দা প্রধান আহমেদ আল-নাসিরি ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের জ্যেষ্ঠ সহকারি সৌদ আল-কাহতানিকেও তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এমনকি গোয়েন্দা বাহিনীকে আবার ঢেলে সাঁজানোর জন্য বিন সালমানকে প্রধান করে নতুন একটি কমিটিও গঠন করা হয়েছে। যদিও প্রতিবেদনটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার আগে সৌদি বাদশা সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে ফোনে কথা বলেছেন এমনকি তাদের তদন্ত প্রতিবেদনকেও অনুসরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে খাসোগজিকে হত্যার দায় স্বীকার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ‘ওয়াশিংটন পোস্টের সাংবাদিকের সাথে যা ঘটেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তবে সৌদি আমাদের ঐতিহাসিকভাবে ঘনিষ্ট মিত্র ছিল। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা হচ্ছিল তবে হত্যাকা- নিয়ে তদন্ত দ্রুত শেষ করার জন্য তাদের ধন্যবাদ। এই ঘটনাটি মার্কিন অর্থনীতিতেও মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারত।’ বিবিসি, রয়টার্স, ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়