Skip to main content

ক্রিকেটকে বিদায় জানালেন প্রবীণ কুমার

স্পোর্টস ডেস্ক : সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ভারতীয় পেসার প্রবীণ কুমার। ক্যারিয়ারের পুরো সময়জুড়ে একটি বিশেষ গুণের কারনে তার বেশ পরিচিতি ছিল। আর সেটা হলো দীর্ঘ সময় বোলিং করা। তবে সুইংয়ের জন্যও বিশেষ পরিচিতি ছিল তার। ৩২ বছর বয়সী এই ডানহাতি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ভারতের হয়ে ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১২টি উইকেট শিকার করেছেন। অবসর প্রসঙ্গে প্রবীণ বলেন, ‘আমার কোনো দুঃখ নেই। আমি নিজের হৃদয় দিয়ে খেলেছি ও বোলিং করেছি। নতুন অনেক বোলার উঠে আসার জন্য অপেক্ষা করছে, আমি তাদের ক্যারিয়ারে বাঁধা হতে চাই না।’ ২০০৭ সালে জয়পুরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের মাধ্যমে ভারতের হয়ে অভিষেক হয় প্রবীণের। পরবর্তীতে তিনি নিজেকে জহির খান ও আশিস নেহরার সঙ্গে পেস বোলিংয়ে প্রতিষ্ঠিত করেন। অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কাকে নিয়ে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শিরোপা জিততে দারুণ ভূমিকা রাখেন প্রবীণ। চোটের কারণে অবশ্য ক্যারিয়ারে অনেক সময় থমকে যেতে হয়েছিল প্রবীণকে। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপও খেলা হয়নি তার ইনজুরির কারণে। টিম ইন্ডিয়ার ব্লু জার্সিতে ৬৮ ওয়ানডে ছাড়াও ৬টি টেস্ট ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন প্রবীণ।