শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেড কাপের কঠিন গ্রুপে মোহামেডান ও শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক : ১৩টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ফেড কাপ (ফেডারেশন কাপ)। দলগুলোর চূড়ান্ত গ্রুপিং নিশ্চিত হয়েছে আজ। দেশের ঘরোয়া ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব দুই গ্রুপে পড়েছে। তবে ২৭ তারিখ শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে ফেড কাপের ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে ‘সি’ গ্রুপে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অন্যদিকে ‘ডি’ গ্রুপে আছে শেখ জামাল ধানম-ি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ হিসেবে প্রথমবার সুযোগ পাওয়া নোফেল স্পোর্টিং ক্লাব।

গতবারের শেখ জামালের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল মোহামেডান। এবারও গ্রুপ পর্বে মোকাবেলা করতে হবে শেখ জামাল ও বসুন্ধরা কিংসকে। সেই সঙ্গে আছে নবাগত টিম নোফেল স্পোর্টিং ক্লাব।

বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনী গ্রুপ পর্বে তুলনামূলক সহজ রাস্তা পাচ্ছে। ‘এ’ গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও আরামবাগ ক্রীড়া সংঘ। গত আসরে রহমতগঞ্জকে সেমিফাইনালে হারিয়ে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল চট্টগ্রাম আবাহনী।

‘বি’ গ্রুপে গতবার আবাহনীর কাছে হেরে সেরা আট থেকে বিদায় নেওয়া ব্রাদার্স ইউনিয়নও পেয়েছে একটু সহজ পথ। গ্রুপ পর্বে বিজেএমসি ও সাইফ স্পোর্টিং ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ।

আগামী ২২ অক্টোবর ফেড কাপ মাঠে গড়ানোর কথা থাকলেও তা পিছিয়ে ২৭ তারিখে শুরু হবে। টুর্নামেন্ট পেছানোর কারণ হিসেবে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ক্লাবগুলোর চাওয়া ও সার্বিক পরিস্থিতির বিবেচনায় আমাদেরকে পাঁচ দিন পেছাতে হয়েছে। যার ফলে ২২ টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৭ তারিখ।’ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

গ্রুপ এ- রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, আরামবাগ ক্রীড়া সংঘ, চট্টগ্রাম আবাহনী লিমিটেড।
গ্রুপ বি- টিম বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন, সাইফ স্পোর্টিং ক্লাব
গ্রুপ সি- মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, আবাহনী লিমিটেড।
গ্রুপ ডি- বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানম-ি ক্লাব, নোফেল স্পোর্টিং ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়