Skip to main content

নারায়ণগঞ্জে ডাকাত-পুলিশের গোলাগুলিতে নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত-পুলিশের গোলাগুলিতে আবুল হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ১টি সুটার গান, ১রাইন্ড গুলি ও একটি ছোঁড়া। শনিবার ভোরে এশিয়ান হ্ইাওয়ে সড়কের উপজেলার টেংরারটেক এলাকায় এঘটনা ঘটে। রূপগঞ্জ থানার (ওসি) তদন্ত রফিকুল হক জানান, সয়াবিন তেলের ট্রাক ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে আটকের পর মালামাল উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এসময় টেংরারটেক এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে এসময় ডাকাতের গুলিতে আব্দুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থলে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার হয়। সে সোনারগাঁও এলাকায় বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।