শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৫৮ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষকে বোকা ভাববেন না, সিধা রাস্তায় আসুন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : এদেশের মানুষকে বোকা ভাববেন না। সব সময় নীরব ভাববেন না। কারণ এ দেশের মানুষ বারবার নিজেদের প্রয়োজনে রাস্তায় নেমে এসেছে। আবারো রাস্তায় নামবে। আমরা বলেছি আমরা একটা পরিবর্তন চাই। তাই বলছি দয়া করে সিধা রাস্তায় আসুন, দেশনেত্রীকে মুক্তি দিন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, নির্বাচন কমিশন নিজেরাই বিভক্ত হয়ে পড়েছে দাবি করে। নির্বাচন কমিশন এখন ভিন্ন কথা বলছে। সেখানে মতবিরোধ তৈরি হয়েছে। একজন কমিশনার যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবকে অন্য কমিশনার বলছে অসাংবিধানিক। নির্বাচন কমিশন নিজেরাই বিভক্ত হয়ে পড়েছে। তাই বিভক্ত নির্বাচন কমিশন দিয়ে দেশে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শনিবার ঢাকা রিপোর্টর্স ইউনিটির স্বাধীনতা হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি ও ফরমায়েশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর’ শীর্ষক সমাবেশে তিনি এ সব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, জোর করে নিজেদের আবারো ক্ষমতায় বসাতে, সকল প্রকার আইন কানুন করে ২০১৪ সালের আরেকটা নির্বাচন করতে যাচ্ছে সরকার। নির্বাচন কমিশনে নিজস্ব কোন ক্ষমতা নেই। তাদের পুরোটাই নির্ভর করতে হয় সরকারের কর্মকর্তা এবং সরকারের ওপরে। নির্বাচন কমিশনের সচিবের কথায় মনে হয়, তিনি প্রধান নির্বাচন কমিশন, আর প্রধান নির্বাচন কমিশনের কথা শুনে মনে হয়, সব চেয়ে অসহায় ব্যক্তি। তিনি কিছুটা এরশাদ সাহেবের মতো সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন।

তিনি বলেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না। সব সময় নীরব ভাববেন না। কারণ এ দেশের মানুষ বারবার নিজেদের প্রয়োজনে রাস্তায় নেমে এসেছে। আবারো রাস্তায় নামবে। আমরা বলেছি আমরা একটা পরিবর্তন চাই। তাই বলছি দয়া করে সিধা রাস্তায় আসুন, দেশনেত্রীকে মুক্তি দিন, তার সাথে আলাপ করুন, বিরোধী দলের সাথে আলাপ করুন এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে তার পথ বের করুন। এছাড়া অন্য কোন পথ নেই বিকল্প নেই।বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ২৩ অক্টোবর একটা সমাবেশ করতে যাচ্ছিল, সরকার বলছে নাশকতা হবে, দেওয়া যাবে না। অথচ চরমোনাই পীর সাহেবকে অনুমতি দেওয়া হয়েছে। এরশাদ সাহেবকে সরকারি টাকায় ঢাকা অচল করে সমাবেশ করতে দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে তিনি বলেন, কারাগার থেকে বেগম জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেও নূন্যতম চিকিৎসা তিনি পাচ্ছেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বহু নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অনেকেই ইতোমধ্যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এভাবে একটি দলের ওপর নির্যাতন করলে কীভাবে সুষ্ঠু রাজনীতি হয়। নির্বাচনই বা কিভাবে সুষ্ঠু হবে। জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, জিনাফের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়