শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীসাযুক্ত রং নিষিদ্ধ করার দাবি

কায়েস চৌধুরী : সীসাযুক্ত রং নিষিদ্ধ কারার দাবি জানিয়েছে এনভারনমেন্ট এন্ড সোশ্যাল ডেভোলাপমেন্ট অর্গানাইজেশন ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনাটি এ দাবী জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, সীসা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সীসার ভয়াবহতার শিকার সবচেয়ে বেশি হয়ে থাকে শিশুরা। যেহেতু রঙ এ সীসা ব্যবহৃত হয় এবং শিশু দেহে সীসা দূষণের একটি প্রধান উৎস এই রঙ সেহেতু অতি শীঘ্রই সীসাযুক্ত রঙ বর্জন করে আইন প্রণয়ন করা জরুরী।

বক্তারা আরো বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানবদেহে সীসার কোন সহনীয় মাত্রা নেই’ তাই ২০২০ সালের মধ্যে সীসাযুক্ত রং নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে তরুণ প্রজন্মের দাবী সীসার মত বিপদজনক পদার্থের ক্ষতিকর প্রভাবের মধ্যে আর বেড়ে উঠতে চাই না। একইসাথে সংশ্লিষ্ট মহলের প্রতি সীসাযুক্ত রঙ নিষিদ্ধ করে আইন প্রণয়নের দাবী জানায় তারা। মানববন্ধনে উপস্থিত সকলেই পরিবেশবান্ধব রঙ তৈরী ও ব্যবহারের আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়