শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ, শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া

শিমুল মাহমুদ : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সমাবেশে পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা দৌড় দিয়ে জাতীয় গ্রন্থাগারের ভেতরে ঢুকে পড়েন।

আন্দোলনকারীদের অভিযোগ, বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের অবস্থানে বাধা দেয়। পরে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গেলে সেখানেও বাধা দিয়েছে পুলিশ। পরে আবার মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্যে কিছু সময় অবস্থান নিয়ে বেলা দেড়টার দিকে আবারও জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। সেখানেও পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেছেন তারা। পরে বেলা আড়াইটার দিকে তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে তুলে দেয় পুলিশ।
পুলিশের ধাওয়া দেয়ার পর সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস জানান, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ধাওয়া দিয়েছে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনকারীরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন না করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি শুরু করেছে। শিক্ষার্থীরা বলেন, অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ঢাকাসহ কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ থেকে আন্দোলনকারীরা কর্মসূচিতে যোগ দিয়েছেন। অন্যদিকে শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের পাশেই অবস্থান করছেন।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা জাদুঘরের সামনে থেকে সরবেন না।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, 'আন্দোলনের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই তাদের বুঝিয়ে বলা হচ্ছে, তারা যেন যানজট সৃষ্টি না করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়