Skip to main content

নারী

নারী নুসরাত শরমীন আমার বেহুলা জন্মে অশ্বত্থ বট সাক্ষী রেখে, ছিন্ন খঞ্জনার মত আমি নেচেছিলাম ইন্দ্রের সভায়। পঞ্চপাণ্ডবের কাপুরুষত্বে যার সম্ভ্রম তোমরা নিলামে তুলেছিলে সে ছিল আমার দ্রৌপদীজন্ম। স্পষ্টভাষণ তোমাদের গায়ে জ্বালা ধরাতো বলে তোমরা যার জিভ কেটেছিলে সে জন্মে আমি খনা ছিলাম। সতীত্বের পরীক্ষায় তোমরা যাকে নির্বাসনে পাঠালে সে জন্মে আমি সীতা। এ শুধু একেক জন্মের ব্যবধান সৃষ্টির আদি থেকে এ যাবৎকাল আজন্ম অগ্নিপরীক্ষা আমার আমিই দ্রৌপদী, বেহুলা, সীতা বা খনা শাসনের মঞ্চে তুমি, রায়ও তোমার ইচ্ছে যেমন আমি কেবল দুঃশাসনের ক্ষেত্র তোমার হে আমার বন্ধুপুরুষ।