শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী দুর্গাপূজা মেলা অনুষ্ঠিত

মো. রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী দুর্গাপূজা উপলক্ষে শনিবার ছোট যমুনা নদির পাড়ে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে দুর্গামেলা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২ টার পর থেকে উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপ থেকে দুর্গা প্রতিমাগুলোকে নিয়ে এসে মেলা প্রাঙ্গনে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে। এদিকে দর্শনার্থীরা আসতে শুরু করে মেলায়, বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। মেলায় মিঠাই-মিষ্টান্নসহ মৌসুমী ফল, কসমেটিক্স ও শিশু খেলনার পসরা বসায় মৌসুমী ব্যবসায়ীরা। এই মেলায় ঐতিহ্যবাহী মাটির তৈরী সোপিস, আসবাবপত্র পসরা বসায় মৃৎ শিল্পীরা।

যা কেনার জন্য দূর-দুরান্ত থেকে দর্শনার্থীরা আসে মেলা আয়োজকরা জানায়, দুর্গাপূজা উপলক্ষে এই দুর্গামেলা ফুলবাড়ীর হাজার বছরের ঐতিহ্যবাহী মেলা। প্রাচীণকাল থেকে ফুলবাড়ীতে দুর্গাপূজা শেষে এই দুর্গামেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দূর-দুরান্ত থেকে হাজার হাজার দুর্গা ভক্তরা এই মেলায় আসে। এবং ফুলবাড়ীসহ আশ পাশের এলাকার সকল ধর্মের মানুষও এই মেলায় আসে কেনা কাঁটা করার জন্য।

কাঁটাবাড়ী গ্রামের সত্তর উর্দ্ধ বয়সী প্রবীণ শিক্ষক রামাকান্ত রায় বলেন, তিনি ছোট বেলায় তার পিতার হাত ধরে এই দুর্গামেলায় এসেছেন, তেমনি তার পিতাও তার দাদার হাত ধরে এই মেলায় আসতেন।

তিনি বলেন, প্রাচিনকাল থেকে ফুলবাড়ীতে রাজা-বাদশাদের বসবাস ছিল, তারায় এই দুর্গামেলাটি সৃষ্টি করেছে, সেই সময় থেকে ফুলবাড়ীতে দুর্গাপূজা শেষে এই দুর্গামেলা অনুষ্ঠিত হয়ে আসছে। একই কথা বলেন ফুলবাড়ী পুজা উৎযাপন কমিটির আহবায়ক অধ্যাপক (অব) চিত্ত রঞ্জন দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়