Skip to main content

আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই: মাসাকাদজা

নিজস্ব প্রতিবেদক: জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বলেছেন, গত ৫-৬ বছরে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। হোমে তারা অনেক ভালো দল। নি:সন্দেহে ওরা ফেভারিট দল। কিন্তু এরপরেও আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মাসাকাদজা এ কথা বলেন। বাংলাদেশ দলের স্পিন মোকাবেলায় জিম্বাবুয়ে কতটুকু প্রস্তুত এ বিষয়ে মাসাকাদজা বলেন, আমরা জানি ওদের (বাংলাদেশের) স্পিন অনেক শক্তিশালী। এটা আমাদের মাথায় রয়েছে। আমরা ওদের স্পিন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাথে জিম্বাবুয়ে খুব বাজেভাবে হেরে বাংলাদেশ সফরে এসেছে। তারা (জিম্বাবুয়ে) বাংলাদেশে ২০১০ সালের পর এখনো ওয়ানডে ম্যাচ জিতেনি। ঠিক এমন পরিস্থিতিতে আপনি কতটুকু আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে এক সাংবাদিকের এমন প্রশ্নে মাসাকাদজা তো বলেই ফেললেন, আমরা ফেভারিট। মাসাকাদজা বলেন, আমাদের এখানকার পরিবেশ, উইকেট সব কিছু ভালোই চেনা আছে। আমরা জেতার জন্যই খেলবো। আমাদের টিমে দারুণ কিছু ক্রিকেটার রয়েছে যারা যে কোনো মুহুর্তে ম্যাচ বের করে নিয়ে আসতে সক্ষম। মাসাকাদজা আত্মবিশ্বাসের সুরে বলেন,এখানে আমাদের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে।