শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাংলাদেশে সবচেয়ে কম : মোশরেফা মিশু

রফিক আহমেদ: গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেছেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করেছে। সরকারের ঘোষিত এ মজুরি শ্রমিক স্বার্থের পরিপন্থী। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের মজুরি পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে সর্বনিম্ন । আমরা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছি। শনিবার রাজধানীর তোপখানা রোডস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাধারণ সম্পাদক বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করায় এর প্রতিবাদে আমরা সারাদেশ ব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি এবং এ কর্মসূচি এখনো অব্যাহত আছে। ৮ হাজার টাকা মজুরি দিয়ে বর্তমান বাজার দরে শ্রমিকদের ভাত-কাপড় ও বাড়িভাড়াসহ সবকিছু বহন করা সম্ভব নয়। শ্রমিক প্রতিনিধিরা ১২ হাজার ২০ টাকা মজুরির দাবি জানিয়েছেন শ্রমিক মজুরি বোর্ডে। এই দাবি কার্যকর করলে বা মেনে নিলে একটা শান্তনা থাকতো। কিন্তু যে মজুরি সরকার ঘোষণা করেছে এটা হতাশাজনক। এই কারণে আমরা এখনো পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রেখেছি।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য আমরা গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সাভার, আশুলিয়া ও ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশ করে যাচ্ছি। চলতি মাসের গত সপ্তাহে মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে বর্তমান ৮ হাজার টাকা মজুরি ঘোষণা ব্যাপারে আপত্তিপত্র দিয়েছি। এতে উল্লেখ ছিল ঘোষিত এ মজুরি আমরা মানি না এবং তা পুনর্বিবেচনা করার করার আহবান জানিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, সরকার আজও আমাদের দাবি মেনে নেয়নি, বরং তাদের কোটারি শ্রমিক নেতাদের দিয়ে অপতৎপরতা চালাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন ৯৩.৪৬ ডলার। এটা পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে খুবই কম। কম্বোডিয়ায় ১৮২ ডলার, ভিয়েতনামে ২৫০ ডলার, মালয়েশিয়ায় ২৭৫ ডলার, তুরস্ক ৫০০ ডলার, ইন্দোনেশিয়ায় ২৪৭ ডলার, ফিলিপাইনে ২৬৯ ডলার, ভারতে ১৩৬ ডলার, চীনে ৪৯১ ডলার ও পাকিস্তানে ১১৯ ডলার করে গার্মেন্টস শ্রমিকরা ন্যূনতম মজুরি পাচ্ছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়