Skip to main content

ছোট বোনের ছবি তুলতে প্রধানমন্ত্রী যখন আলোকচিত্রীর ভূমিকায়

হুমায়ুন কবির খোকন: স্বয়ং একজন প্রধানমন্ত্রী ও তার ছোট বোনের ছবি তুলেন। তখন সেই সাধারণ দৃশ্যটিই অসাধারণ হয়ে ওঠে। এমনই একটি অসাধারণ মূহূর্ত ক্যামেরাবন্দি করেছেন দেশের জনপ্রিয় আলোকচিত্রী সাংবাদিক ইয়াসিন কবির জয়। ছবিটি তোলা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। গত ২৭ এপ্রিল তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানাও। সফরকালে কোনও এক সময় হোটেল বারান্দায় এই ছবিটি তোলা হয়। শনিবার বিকেল ৩টা ১৩ মিনিটে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর উপ- প্রেসসচিব আশরাফুল আলম খোকন। তাতে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে আলোকচিত্রীর ভূমিকায়। ছবি তুলছেন ছোটবোন শেখ রেহানার। সিডনি বন্দরের দৃষ্টিনন্দন অপেরা হাউজকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবিটি তোলা হয়। আশরাফুল আলম খোকন তার ফেসবুক পোস্টে লিখেছেন- দেশের মানুষের কাছে রেখে যাওয়া বঙ্গবন্ধুর দুই আমানত।

অন্যান্য সংবাদ