শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাভার্ড ভ্যানে ইয়াবা, আটক ১

সুজন কৈরী : নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৬হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমান উদ্দিন (৩৩) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩।

শুক্রবার দিবাগত রাতের দিকে সিদ্ধিরগঞ্জের মহানগর ফিলিং ষ্টেশন এ্যান্ড সিএনজি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে মূলমন্ত্র হিসেবে হৃদয়ে ধারণ করে সাম্প্রতিক সময়ে র‌্যাবের ব্যাপক মাদক বিরোধী অভিযানের কারণে মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, পৃষ্ঠপোষক, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা অনেকাংশেই কোনঠাসা হয়ে পড়েছে। ক্রমাগত অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় বিপুল পরিমান ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে মহানগর ফিলিং ষ্টেশন এ্যান্ড সিএনজি সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় কাভার্ড ভ্যানটি থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে ৬হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী আমান উদ্দিনকে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়