Skip to main content

দর্শকের সঙ্গে সিনেমা দেখলেন ‘নায়ক’ ছবির নায়িকা

দর্শকের সঙ্গে সিনেমা দেখলেন ‘নায়ক’ ছবির নায়িকা
মহিব আল হাসান: শুক্রবার (১৯ অক্টোবর) সারাদেশের ৮১টি হলে মুক্তি পেয়েছে বাপ্পী-অধরা খান অভিনীত সিনেমা ‘নায়ক’। আর এই ছবির মাধ্যমে দীর্ঘ প্রতিক্ষার পর বড় পর্দায় হাজির হলেন তিন অধরা খান। নিজের অভিনীত সিনেমা দেখতে রাজধানীর বেশ কয়েকটি হল ঘুরেছেন এই নায়িকা। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির দুই পরিচালক ইস্পাহানী আরিফ জাহান (যুগল নির্মাতা) ও টিমের অন্য সদস্যরা। শনিবার থেকে হল পরিদর্শন করবেন নায়ক বাপ্পি চৌধুরীও। মৌলিক গল্পের ‘নায়ক’ ছবিটি প্রথমদিনেই দর্শকমহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ছবির গান, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। নিজেকে বড় পর্দায় দেখে উচ্ছ্বাসিত অধরা খান বলেন, ‘নিজেকে বড় পর্দায় দেখে বেশ ভালো লাগছে। অনুভূতি বলে বোঝাতে পারব না। আমার এই আনন্দ দর্শকরাই আরও বেশি কওে তুলতে পারবেন। দর্শকরা আমার প্রথম সিনেমাটি হলে এসে দেখেন।’ বড় পর্দায় অভিষেক হতে অপেক্ষার প্রহর কেমন ছিল জানতে চাইলে তিনি জানান,‘ আসলে আমার সিনেমা আরও আগে মুক্তি পাওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে সেটা হয়নি তবে আমি বলব অতীত ভেবে পিছে পড়ে থাকতে চাই না সবসময় সামনে এগিয়ে যেতে চাই।’ বাপ্পি চৌধুরী বলেন, আমি কয়েকটি হলে খোঁজ নিয়েছি। সন্ধ্যা থেকেই বিভিন্ন হলে শো হাউজফুল যাচ্ছে। বড় বাজেটের এই ছবিটি ব্যবসা সফলের পথে। দর্শকরা ভালো চলচ্চিত্র দেখতে চান। ‘নায়ক’ তেমনই একটি চলচ্চিত্র; যা দর্শকের বিনোদনের খোরাক জোগাবে। রাজধানীর সনি সিনেমা হলে গিয়ে দেখা যায় ‘নায়ক’ সিনেমার বিকেলের শোতে ৭০ভাগ টিকেট সেল হয়েছে। সনি সিনেমা হলের কর্মকর্তারা জানান,‘সিনেমা দেখতে দর্শক হলে আসে। যদি সিনেমাটি ভালো হয় তবেই দর্শক হলে আসে। এই ছবিটি ভালো মনে হচ্ছে, আশাকরি সন্ধার শোতে আরও বেশি দর্শক সমাগম হবে। মিরপুর এশিয়া হলের সামনে গিয়ে দেখা গেল দর্শকদের ভিড়। এই হলে সিনেমা দেখতে আসা দর্শকরা সিনেমা দেখে বেশ তৃপ্তি পেয়েছেন বলে জানান। দর্শকদের ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখা যায় দর্শকদের টিকিট সংগ্রহের লম্বা লাইন। গাবতলী থেকে সিনেমা দেখতে আসা দর্শক আব্দুর রউফ বলেন, ‘সিনেমা ভালোমানের হলে অব্যশই সিনেমা দেখতে হলে আসি। এই ছবিটা দেখে আমার টাকা উসল হয়েছে। ছবির গল্প অনেক ভালো ছিল। কিন্তু ছবির শেষে বাপ্পীর মৃত্যু আমাদের নাড়া দিয়েছে। আর নায়িকা কথা বলতে তিনি বলেন অধরা খান নতুন নায়িকা হিসেবেও বেশ ভালো অভিনয় করেছেন। আমরা এরকম সিনেমা দেখতে চাই। অভিসার সিনেমা হলে গিয়ে দেখা যায়, ‘এই হলে হাউসফুল দর্শক। হলের বাহিরে ব্লাকেও টিকি বিক্রি করতে দেখা গেছে। অভিসারের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘সিনেমা দেখতে দর্শক আসে। সিনেমাটির গল্প কেমন তা নিয়ে দর্শক আগ্রহ দেখায়। আজ এই শোতে হাউসফুল, আবার পুজার দশমী তারপরও দর্শক অনেক বেশি। আবার আমাদের আইয়ুব বাচ্চু ভাই চলে গেছেন সবমিলিয়েও হলে দর্শক এসেছেন। ছবিটিতে বাপ্পি-অধরা ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়া, শিমুল খানসহ অনেকে।