শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০৯:৪৭ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জাতীয় পার্টিই পারবে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে’

শিহাবুল ইসলাম: জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘জাতীয় পার্টিই পারবে আগামী দিনে সরকার গঠন করে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্দ্যানে শনিবার দুপুরে দলের মহা-সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি গত ২৭ বছরে উত্তাল, প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছে। স্বাভাবিকভাবে এই সমাবেশে আমরা আসতে পারিনি। জেল-জুলুম, হামলা-মামলা করে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র চলছে বারবার। আমাদের চেয়ারম্যান জেলে ছিলেন ছয় বছর। তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহর রহমতে সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অনেক সংশয়, অনিশ্চয়তা এবং নেতৃবৃন্দের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের একমাত্র নেতা মোহাম্মদ এরশাদ সকল দলের নিরাপত্তা দিতে পারে। দুর্নীতিমুক্ত আধুনিক, নতুন বাংলাদেশ দেখার জন্য এরশাদ কে আমরা ক্ষমতায় দেখতে চাই। তিনি দেশবাসীকে একটা আশ্বাস্থলে নিয়ে এসেছেন। জাতীয় পার্টি পারবে, আগামী দিনে সরকার গঠন করে এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে।

জাপার এই নেতা বলেন, আজকে মায়ের, বোনের, বিধবা নারীর কান্না শুনতে হয়। কিন্তু আপনারা মনে করে দেখুন এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন গুম, হত্যা, সন্ত্রাস, রাহাজানি ছিল না, মানুষ সুখে ছিল। আবার সেই অবস্থায় যদি ফিরে আসতে চান আবার তাহলে আমাদের পতাকাতলে আসুন, আমরা আধুনিক বাংলাদেশ উপহার দেবো।

সমাবেশে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ। কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, প্রফেসর দেলোয়ার হোসেন, এস এম ফয়সল চিশতী, এম এ সাত্তার, ইয়াহয়া চৌধুরী এমপি, সাহিদুর রহমান টেপা, মসিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, সুনীল শুভরায়, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা এমপি, তাজ রহমান, সালমা ইসলাম এমপি, আলমগীর সিকদার লোটন, অনন্যা হোসেন মৌসুমী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়