Skip to main content

আদিবাসী নয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি লিখতে হবে গণমাধ্যমে

আনিসুর রহমান তপন : বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র সম্প্রদায়কে গণমাধ্যমে আদিবাসী উল্লেখ না করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হিসেবে উল্লেখ করতে গণমাধ্যমের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে তথ্য অধিদপ্তর। বৃহস্পতিবার জারি করা এক পত্রে এ কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্ত্বা বা নৃ-গোষ্ঠী বলে অভিহিত করা হয়েছে। দেশে বসবাসরত বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়কে কোনো অবস্থাতেই ‘উপজাতি’র পরিবর্তে ‘আদিবাসী’ হিসেবে উল্লেখ না করার বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এরই প্রেক্ষিতে গণমাধ্যমে সংবিধান পরিপন্থী ‘আদিবাসী’ শব্দ ব্যবহার বন্ধে জনসংযোগ কর্মকর্তাদের নিজস্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তাদের গণমাধ্যমে সংবিধান পরিপন্থী আদিবাসী শব্দের ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানান, আদিবাসী না লিখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হিসেবে উল্লেখ করতে আগে থেকেই এমন একটা নির্দশনা রয়েছে। একই বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ জানান, সংবিধানের নির্দেশনা মতে আদিবাসী শব্দের স্থলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিী শব্দ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। এই বিষয়টি যাতে অনুসরণ করা হয় বৃহস্পতিবার পুণরায় তা জানিয়ে চিঠি পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়। এর আগে ২০১৪ সালের ৭ আগস্ট সরকারি তথ্য বিবরণীতে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার পরিহার করার অনুরোধ জানানো হয়েছিল।