শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০৮:৪৭ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদিবাসী নয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি লিখতে হবে গণমাধ্যমে

আনিসুর রহমান তপন : বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র সম্প্রদায়কে গণমাধ্যমে আদিবাসী উল্লেখ না করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হিসেবে উল্লেখ করতে গণমাধ্যমের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে তথ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার জারি করা এক পত্রে এ কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্ত্বা বা নৃ-গোষ্ঠী বলে অভিহিত করা হয়েছে। দেশে বসবাসরত বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়কে কোনো অবস্থাতেই ‘উপজাতি’র পরিবর্তে ‘আদিবাসী’ হিসেবে উল্লেখ না করার বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

এরই প্রেক্ষিতে গণমাধ্যমে সংবিধান পরিপন্থী ‘আদিবাসী’ শব্দ ব্যবহার বন্ধে জনসংযোগ কর্মকর্তাদের নিজস্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তাদের গণমাধ্যমে সংবিধান পরিপন্থী আদিবাসী শব্দের ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানান, আদিবাসী না লিখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হিসেবে উল্লেখ করতে আগে থেকেই এমন একটা নির্দশনা রয়েছে।

একই বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ জানান, সংবিধানের নির্দেশনা মতে আদিবাসী শব্দের স্থলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিী শব্দ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। এই বিষয়টি যাতে অনুসরণ করা হয় বৃহস্পতিবার পুণরায় তা জানিয়ে চিঠি পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়।

এর আগে ২০১৪ সালের ৭ আগস্ট সরকারি তথ্য বিবরণীতে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার পরিহার করার অনুরোধ জানানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়