Skip to main content

সকল ক্ষেত্রে সুশাসন দরকার: ড. জাফর আহমেদ

সকল ক্ষেত্রে সুশাসন দরকার: ড. জাফর আহমেদ
তরিকুল ইসলাম: স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ বলেছেন, সমাজের সকল ক্ষেত্রে সুশাসন দরকার। সেটা হতে হবে পরিবার থেকেই। পরিবারে যদি শিশুদের যদি গুরুত্ব দেওয়া হয়, তবে আমরাই আমাদের গুরুত্ব ভবিষৎতকে এগিয়ে নিতে পরবো। শনিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে সেভ দ্যা চিলড্রেন আয়োজিত শিশুর জীবনমান উন্নয়নে 'শিশুবান্ধব স্থানীয় সুশান' প্রকল্প প্রভাব শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি বলেন, শিশুদের শিক্ষায় আমাদের সার্বিকভাবেই গুরুত্ব দিতে হবে। পরিবার থেকে তাদের গুরুত্ব না দেওয়া হলে সমাজকে কোনো ভাবেই এগিয়ে নেওয়া সম্ভাব না। শিশুদের কেউ যেন নিজেদের স্বার্থে ব্যাবাহার না করতে পারে সেদিকটাতে নজর দেওয়া জরুরী হয়ে পড়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনের সভাপত্তিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন, স্থানীয় সরকার বিভাগের মহা পরিচালক নিখিল রঞ্জন রায়, সেভ দ্যা চিলড্রেন এর ডেপুটি কান্ট্রিডিরেক্টর ড. শামীম জাহান, ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভার্নমেন্ট এর ডিরেক্টর জেনারেল তপন কুমার কর্মকার প্রমূখ।