Skip to main content

সৌদি আরবের বিরুদ্ধে অপপ্রচারে একশ’ কোটি মুসলিমের হৃদয় ক্ষত হয়: কা’বার ইমাম

ওমর শাহ : সৌদি আরবের বিরুদ্ধে দুর্নাম ও অপপ্রচারে একশ’ কোটিরও বেশি মুসলিমের হৃদয় ক্ষত হয় বলে মন্তব্য করেছেন কা’বা শরীফেই ইমাম ও খতিব শাইখ আব্দুর রহমান আস সুদাইসি। এসময় তিনি সৌদি আরবের বিরুদ্ধে সকল অপপ্রচার রুখে দেওয়ারও আহ্বান জানিয়েছে। আল আরাবিয়ার খবরে বলা হয়, শুক্রবার জুমার খুৎবায় সুদাইসি বলেন, সকল হুমকি ও চাপ সত্ত্বেও সৌদি আরব উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। উন্নয়নের ধারাকের রুখে দেওয়ার জন্য যতো ষড়যন্ত্র হবে সব ব্যর্থ করে দেওয়া হবে। শাইখু সুদাইসি সৌদি জনগণকে উদ্দেশ্য করে বলেন, তারা যেন মিডিয়ার অপপ্রচারে কর্ণপাত না করে বরং জাতীয় নীতিমালা ও দেশের সঙ্গে দৃঢ় থাকে। তিনি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে মিডিয়ার অপপ্রচার ও সৌদি আরবের বিরুদ্ধে দুর্নাম করার সকল ষড়যন্ত্র আমাদের উন্নয়নকে থামতে পারবে না। সৌদি জনগণ ও সরকার এসকল বাতিল দাবি ও ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবে।

অন্যান্য সংবাদ