শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা দেশের উন্নয়ন চায়না তাদের সাথে কোনো সংলাপ নয় : গোলাম দস্তগীর গাজী

সারাবাংলা : জমায়াত ও জঙ্গি-সন্ত্রাসীদের নিয়ে বিএনপি রাজনীতি করে তাই তাদের সঙ্গে কখনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। গতকাল বিকেলে রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বিএনপির মওদুদ আহমদ বলেছেন সরকার ঐক্যফ্রন্টকে ভয় পেয়েছে। তাই দ্রুতই সারাদেশে আন্দোলন করে সরকারকে সংলাপে বাধ্য করা হবে। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা দেশের উন্নয়ন চায় না তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। আলোচনা তাদের সঙ্গে হবে যারা দেশের শান্তি চায়। তিনি বলেন, বিএনপি যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে দেশের জনগণ তাদেরকে কঠোর হস্তে দমন করবে।
জনবিচ্ছিন্নদের নিয়ে গঠিত বিএনপির ঐক্যফ্রন্ট এখন বিদেশিদের দ্বারস্থ মন্তব্য করে তিনি আরও বলেন, তারা দেশের উন্নয়নের কথা না বলে দেশের বদনাম করছে। এরা দেশ ও মানবতার শত্রু। জনগণের সম্পৃক্ততা না পেয়ে তারা এখন বিদেশিদের পায়ে পড়ছে।

গোলাম দস্তগীর গাজী জানান, সরকারের উন্নয়ন দেখলে বিএনপির শরীর জ্বলে। দেশের উন্নয়ন দেখে তাদের খুশি হওয়ার কথা। সেখানে বিএনপি দেশের উন্নয়ন যেন না হয় সে জন্য লাগাতারভাবে ষড়যন্ত্র করে চলেছে। শুধু তাই নয় তারেক জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা করেছিল। তার বিচার হয়েছে। কিন্তু বাংলার জনগণ চেয়েছিল তার সর্বোচ্চ সাজা হবে।

রূপগঞ্জের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি জানান, এই রূপগঞ্জে ১০ বছর আগে রাস্তাঘাট দিয়ে চলাচল করা যেত না। এখন প্রতিটি রাস্তা পাকা হয়েছে। বাড়িতে বাড়িতে এখন বিদ্যুৎ ও গ্যাস দেওয়া হয়েছে। স্কুল ও কলেজগুলো সরকারিকরণের পাশাপাশি নতুন ভবন নির্মান হয়েছে। এতকিছু উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। তাই আগামী একাদশ জাতীয় নিবার্চন দেশের মানুষ আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে বলে আশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়