Skip to main content

আব্বাসের ১০০ বছরে সেরা বোলিং গড়

স্পোর্টস ডেস্ক: এমন সেরা হওয়ার ব্যাখ্যায় আবার ভিন্ন ভিন্ন পর্ব আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনও সিরিজে ১০০ বছরে এমন নজির রাখেনি কোনও পেসার। যার ক্যারিয়ার গড় আবার ১৫.৬৪; সেই গড় হিসেবে গত ১০০ বছরের ইতিহাসে আব্বাসের মতো ৫০ বা তার অধিক উইকেট নেওয়া আর কোনও বোলারের নামটিও খুঁজে পাওয়া যাচ্ছে না রেকর্ড বইয়ে। সেই গড়ে ১০০ বছরের ইতিহাসে আব্বাস সেরা হলেও সার্বিকভাবে তালিকায় তার অবস্থান চতুর্থ। আবুধাবি টেস্টের দুই ইনিংসে ১০ উইকেট নেওয়া আব্বাসের দুই টেস্টের সিরিজে সংগ্রহ ১৭ উইকেট। সবশেষ পাকিস্তানি কোনও বোলার অসিদের বিপক্ষে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন ১৯৯০ সালে। সেবার মেলবোর্নে পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরাম এমন নজির গড়েছিলেন। ফজলে মাহমুদ, ইমরান খান ও সরফরাজ নাওয়াজেরও আছে এমন নজির। তবে দুই ম্যাচের সিরিজে গড় বিবেচনায় পাকিস্তানি বোলারদের মাঝে আব্বাসই সেরা। সিরিজে ১৭ উইকেট নিয়ে ১০.৫৮ গড়ে আব্বাস সবার শীর্ষে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে এক টেস্টে এবারই কোনও বোলার প্রথমবার ১০ উইকেট শিকারের নজির গড়লেন। সবশেষ ২০১৩ সালে পেসার জুনায়েদ খান ৮ উইকেট নেন শ্রীলঙ্কার বিপক্ষে। সেরা বোলিং গড় (সর্বনিম্ন ৫০ উইকেট যাদের) পেসার সময় উইকেট গড় জিএ লোম্যান (ইংল্যান্ড) ১৮৮৬-৯৬ ১১২ ১০.৭৫ জেজে ফেরিস (অস্ট্রেলিয়া/ইংল্যান্ড) ১৮৮০-৯২ ৬১ ১২.৭০ ডাব্লিউ বার্নস (ইংল্যান্ড) ১৮৮০-৯০ ৫১ ১৫.৫৪ মোহাম্মদ আব্বাস (পাকিস্তান) ২০১৭-১৮ ৫৯ ১৫.৬৪ ডাব্লিউ বেটস (ইংল্যান্ড) ১৮৮১-৮৭ ৫০ ১৬.৪২