Skip to main content

নাফ নদীতে বিজিবি-বিজিপি যৌথ টহল অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত টেকনাফের নাফ নদীতে বিজিবি-বিজিপি পর্যায়ে ২৮তম যৌথ সমন্বয় টহল অনুষ্ঠিত হয়েছে । টেকনাফ-২ বিজিবি’র অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, বৃহস্পতিবার সকাল ৯.৫০ মিনিট থেকে সোয়া ১১টা পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির সুবেদার মো. আব্দুল জলিলের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ গাইগুন ক্যাম্পের পুলিশ লে. এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল ১টি স্পীডবোট যোগে বিআরএম-১৫ হতে বিআরএম-১৮ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়। উক্ত যৌথ টহল করাকালীন মাদক পাচার বিশেষ করে ইয়াবা, নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি/ক্যাম্প/ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। পরিশেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উল্লেখ্য, গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি, আগস্ট মাসে ৫টি, সেপ্টেম্বর মাসে ৫টি এবং অক্টোবর মাসে ৫টিসহ মোট ২৮টি যৌথ টহল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

অন্যান্য সংবাদ