Skip to main content

খেলাফত মজলিশের ২ গ্রুপে মারামারি

খেলাফত মজলিশের ২ গ্রুপে মারামারি
মো. ইউসুফ আলী বাচ্চু: এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসমাবেশে আসা সম্মিলিত জোটে শরিক বাংলাদেশ খেলাফত মজলিশের ২ গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। শনিবার সকাল সারে দশটায় মহাসমাবেশে আসা ২ গ্রুপে মধ্যে এ ঘটনা ঘটে। সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে লোকসমাগমের টার্গেট পুরণে এরশাদের দল জাতীয় পার্টির উপর পড়লেও জোটের শরিক দল ইসলামী ফ্রন্ট ৫০ হাজার নেতাকর্মী নিয়ে আসবে। ইতোমধ্যে তাদের অনেক নেতাকর্মী ঢাকায় চলে এসেছে। বৃহত্তর চট্টগ্রাম থেকে কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী বাস, ট্রেন, লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। রাজধানীসহ দেশের অন্যান্য জেলা থেকে বাকী নেতাকর্মীরা যোগ দেবে মহাসমাবেশে। ইসলামী ফ্রন্ট ছাড়াও খেলাফত মজলিস, ইসলামী মহাজোট, বিএনএ’র দলগুলো তাদের নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে যোগ দেবে। নির্বাচনের আগে মহাসমাবেশে এরশাদের জাতীয় পার্টির মত শোডাউন করতে চায় ইসলামী ফ্রন্টসহ শরিক দলগুলো। তাদের নেতাকর্মীরা মহাসমাবেশে নির্বাচনী প্রতীক মোমবাতি নিয়ে ব্যাপক শোডাউন করবে বলে জানা গেছে।

অন্যান্য সংবাদ