Skip to main content

মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত : ড. এম. অহিদুজ্জামান

মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত : ড. এম. অহিদুজ্জামান
তানজিনা তানিন : মাসুদা ভাট্টিকে গণমাধ্যমে সরাসরি অশালীন কথা বলে ব্যারিস্টার মইনুল হোসেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তার এ কুরুচিপূর্ণ আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নারীদের প্রতি এ ধরনের আচরণ সমাজ ও সংস্কৃতির চরম অবক্ষয়ের লক্ষণ। তিনি আরও বলেন, মইনুল হোসেন নারী-পুরুষ কোনো মানুষকেই সম্মান করতে জানেন না। তার আচরণে সব সময় ঔদ্ধত্য প্রকাশ পায়। যা কোনো গুণী মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে না। সামাজিক মানুষ হিসেবে প্রত্যেকটি মানুষকে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। এক প্রশ্নের জবাবে ড. এম. অহিদুজ্জামান বলেন, শুধু মইনুল হোসেন-ই নয়, আরও অনেক ব্যক্তি আছে যারা টকশোতে ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করেন। তাদের সঙ্গ সকলের বর্জন করা উচিত বলে আমি মনে করি। নারীর প্রতি অসম্মান কোনোভাবেই আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়। মাসুদা ভাট্টি মইনুল হোসেনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছেন তা অত্যন্ত জরুরি ।

অন্যান্য সংবাদ