শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০৫:২০ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে

মহিব আল হাসান: সঙ্গিতাঙ্গনের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে। শনিবার সকালে বিমানে করে করে  চট্টগ্রাম নেওয়া হয়েছে। বিকেলে মায়ের কবরের পাশে শায়িত করা হবে এই সংগীতশিল্পীকে। বাদ আসর চতুর্থ জানাজা হবে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ চত্বরে।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তার মরদেহ ঢাকা স্কয়ার হাসপাতালের হিমাগার থেকে বিমানবন্দরে নেয়া হয়। সকাল ১০টায় ইউএস বাংলার উড়োজাহাজে করে মরদেহ চট্টগ্রামের উদ্দেশে রওনা করে। বেলা ১১টায় তার মরদেহ চট্রগ্রামে পৌঁছে।

এর আগে আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, ইউএস বাংলার বিমানে করে মরদেহ চট্টগ্রামে নেওয়া হচ্ছে। ইউএস বাংলার পৃষ্ঠপোষকতায় আইয়ুব বাচ্চুর স্বজনসহ ২০ জনের দল একই বিমানে চট্টগ্রামে যাচ্ছেন। স্বজনদের মধ্যে আইয়ুব বাচ্চুর অস্ট্রেলিয়া ও কানাডা প্রবাসী দুই সন্তানও রয়েছে।

এদিকে শেষ শ্রদ্ধা জানানতে চট্রগ্রামে সবরকম প্রস্তুতি শেষ হয়েছে। তার দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ইতোমধ্যে চট্রগ্রামে মায়ের পাশে কবর খোড়ার কাজ শুরু হয়েছে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।

এর আগে গতকাল শুক্রবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হয় কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ। শুক্রবার বাদ জুমআ জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেয়া হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেনে’। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই কার্যালয়ে। সেখানে তৃতীয় জানাজা হয়।

বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টায় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। সকাল সোয়া ৯টায় তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে ৯টা ৫৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়