Skip to main content

মিছিলের স্রোত মিলছে সোহরাওয়ার্দী উদ্যানে

মো. ইউসুফ আলী বাচ্চু: ঘোড়ার গাড়িতে বাদ্যবাজনা নিয়ে নেতারা খণ্ড খণ্ড মিছিল করে মহাসমাবেশে অংশ নিয়েছেন। সকাল ৯টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেতা-কর্মীর মিছিল আসতে শুরু করে । এখনো মিছিল আসছে সমাবেশে। দলের চেয়ারম্যান এরশাদ ও কো-চেয়ারম্যান রওশন এরশাদের দুপুর ১১ টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। শনিবার সকাল সারে ৮ থেকে এ মিছিল আসা শুরু হয়। মহাসমাবেশের মধ্য দিয়ে বড় ধরণের শোডাউন করে এরশাদ নির্বাচনী মাঠে নতুন করে আলোচনায় আসতে চান। তিনি মনে করেন, মহাসমাবেশে শোডাউন করা গেলে জনগণের কাছে লাঙলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে, অন্যদিকে বিএনপি জোট কিংবা বিএনপিসহ যুক্তফ্রন্ট নির্বাচনে আসলে মহাজোটে আসন নিয়ে ভাল দরকষাকষি করাও যাবে। আর যদি বিএনপি না আসে তাহলে সারা দেশে অনেক যোগ্য ও বিত্তশালী মনোনয়ন প্রত্যাশী আছে তাদের দলে ভেরানো যাবে। জীবনের শেষ বয়সে এসে সবধরণের নির্বাচনী কৌশল বাস্তবায়ন করার অভিপ্রায় নিয়ে বড় ধরনের শোডাউনের আশায় এরশাদ তার জোটের ব্যানারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ ডেকেছেন। মহাসমাবেশ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান নতুন সাজে সজ্জিত। জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, শরিক দলের নেতা ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব এম এ মতিন, ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহিদ ফারুকসহ নেতাদের বড় বড় পোস্টার ব্যানারে ছেয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ মোড়, মৎসভবন ও আশপাশ এলাকা। মনোনয়নপ্রত্যাশী নেতাদের পোস্টার ব্যানারও বাদ পড়েনি শোডাউন থেকে। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দলের চেয়ারম্যান এরশাদ। কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, প্রফেসর দেলোয়ার হোসেন, এস এম ফয়সল চিশতী, এম এ সাত্তার, ইয়াহয়া চৌধুরী এমপি, সাহিদুর রহমান টেপা, মসিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, সুনীল শুভরায়, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা এমপি, তাজ রহমান, সালমা ইসলাম এমপি, আলমগীর সিকদার লোটন, অনন্যা হোসেন মৌসুমী প্রমুখ সমাবেশে উপস্থিত আছেন।

অন্যান্য সংবাদ