শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিউস্টনে রবীন্দ্রনাথের সঙ্গে একটি সন্ধ্যা

লুৎফর রহমান রিটন : হিউস্টনের রে মিলার পার্কে আজকের সন্ধ্যাটা কাটলো রবীন্দ্রনাথের সঙ্গে। জীবনে এরকম সন্ধ্যা খুব বেশি আসে না। হিউস্টন আমার মেয়ের শহর। আমার মেয়ে নদী ওর বর ডেভিড আর বেড়াল ছানা কিটক্যাটকে নিয়ে এই শহরের রোজেনবার্গ এলাকায় নিবাস গেড়েছে। কন্যা নদীর কাছে এসে এবার দেখা হয়ে গেলো রবি ঠাকুরের সঙ্গে। দেখা হয়ে গেলো বললে মনে হবে এ দেখা হঠাৎ দেখা, চলার পথে। বলা ভালো, রবির দেখা পাবো বলেই আজ গিয়েছিলাম হিউস্টনের এল্ডরিজ পার্কওয়ের রে মিলার পার্কের সবুজ অঙ্গনে। পার্কে ঢুকতেই চোখে পড়লো ডান দিকের বৃক্ষশোভিত আলো-আঁধারীর ভেতরে অন্যরকম দ্যুতি ছড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথ। আমাদের রবীন্দ্রনাথ।

পেছনে দু’হাত রেখে চিরচেনা পোশাক ও ভঙ্গিতে পূর্ণশরীরের রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ প্রাণবন্ত ব্রোঞ্জনির্মিত ভাস্কর্যটি এখানে নির্মাণ ও স্থাপন করেছে টেগোর সোসাইটি অব হিউস্টন। ২০১৩ সালে। টেগোর সোসাইটি অব হিউস্টনের এ এক গৌরবদীপ্ত অবদান। এটাই আমেরিকায় স্থাপিত প্রথম ভাস্কর্য, রবীন্দ্রনাথের।

দৃষ্টিনন্দন একটা বৃত্তের ভেতরে উঁচু বেদির ওপর যাকে বলে ফুল ফিগার বা লাইফ সাইজ স্ট্যাচু বা পূর্ণদেহ ভাস্কর্য। বৃত্তের ভেতর নিচ থেকে চোখ জুড়ানো, মন ভরানো, আলোর যে প্রক্ষেপণ ব্যবস্থা সেটা এতোটাই শৈল্পিক যে কিছুক্ষণের জন্যে মনে হলোÑআমি যেনো বা পৌঁছে গেছি স্বপ্নলোকের দ্বারে/যেথায় স্বয়ং রবীন্দ্রনাথ ডাকিছেন আমারে...।

হিউস্টনের বরাবরের চরম গরম পরিস্থিতিটা এখন অনেক ফুরফুরে। পার্কে ঢুকতেই বাংলাদেশের বসন্ত সমীরণের মতো একটা স্নিগ্ধ বাতাস এসে জাপটে ধরলো। রবি ঠাকুরের সামনে দাঁড়ানো মুগ্ধ আমার হাস্যোজ্জ্বল ছবিটা ক্যামেরাবন্দি করেছে প্রীতিভাজন তন্দ্রা চক্রবর্তী। ‘নিসর্গ নীলিমা’র লেখক অমৃতের সন্তান আমাদের প্রিয় দ্বিজেন দার (দ্বিজেন শর্মা) ভাস্তি এই মেয়েটা। সত্যি, অন্যরকম একটি আলোকোজ্জ্বল সন্ধ্যা এসেছিলো আজ আমার জীবনে।

আমার মুক্তি আলোয় আলোয়...। ফেসবুক থেকে।

সম্পাদনা : লিয়ন মীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়