শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০২:২০ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইয়ুব বাচ্চুর চলে যাওয়া কি ইচ্ছামৃত্যু ?

মেজর (ডা.) খোশরোজ সামাদ : আমার সাথে ছবির ফ্রেমে বাঁধা রকস্টার, গিটারের জাদুকর, হাস্য প্রোজ্জ্বল আইয়ুব বাচ্চু রংধনুর দেশে অসীমে যাত্রা করেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি যখন তাঁর মোহন ছোঁয়ায় সাগর পেরিয়ে মহাসাগরে ধাবিত হচ্ছিল তখন তাঁর অসময়ে চলে যাওয়া লাখো ভক্তকে কাঁদিয়েছে।

তিনি অনেক বছর ধরে অসুস্থতার সাথে লড়ছিলেন। হৃদযন্ত্রে ব্লক ধরা পরে ২০০৯ সালে। সেসময়েই ইন্টারভেনশন করে তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকেরা তাকে বিশ্রামে থাকতে বারবার তাগাদা দিয়েছেন। বাচ্চু ভাই সেটি মানেন নি। কয়েক বছর পর তিনি আবারও অসুস্থ হন। ফুসফুসে পানি জমাজনিত জটিলতা নিয়ে ২০১২ সালে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট, সিসিইউতে ভর্তি হন। চিকিৎসকদের নিবিড় যত্নে সেই ধাক্কা সামলে যান বাচ্চু ভাই।

ইতিহাস এখানেই শেষ নয়। ২০১৫ সালে আবারও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে স্কয়ারে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে নিয়মিত চেক আপে রেখেছিলেন। ওষুধ-পত্র চলেছে দীর্ঘসময়। রোগটির নাম কার্ডিও মায়োপ্যাথি। একজন সুস্থ মানুষের হৃদপিন্ড অন্তত ৭০ শতাংশ কাজ করে। বাচ্চু ভাইয়ের সেটি কমতে কমতে ৩০ শতাংশে চলে আসে। রক্তচাপ আশংকাজনকভাবে কমে যায়। যখন তাঁকে স্কয়ারে আনা হয় তখন তাঁর মুখ দিয়ে ফেনা পরছিল। সরল বাংলায় বললে কর্মক্ষমতা হারিয়ে তাঁর হার্ট ততক্ষণে ফেল করে গেছে ।

চিকিৎসকের মূল নিষেধ ছিল লাইভ কনসার্টের ব্যাপারে। হাজারো দর্শক মাতাতে লাউড স্পিকারে উচ্চস্বরে একটানা ঘণ্টার পর ঘণ্টা গাইবার ফলে ফুসফুস এবং হৃদপিন্ড দুই সংবেদনশীল অংগের উপর প্রচন্ড চাপ পরে। বিষয়টি আমরা তাঁকে বিভিন্ন সময় বুঝিয়ে বলেছি। শীতের ছোঁয়া লাগতে না লাগতেই দেশব্যাপী কনসার্টের ধূম পরে যায়। অন্যান্য শিল্পীরা যখন একপ্রান্ত থেকে অন্য প্রান্ত মাতিয়ে বেড়াচ্ছেন তখন বাচ্চুভাই ঘরে থাকতে পারেন নি। হাজারো উল্লসিত দর্শকের আনন্দের খোরাক হতে তিনি নিজেকে বলি দিলেন। মৃত্যুকে যেন ইচ্ছায় নিজ বাসভূমে ডেকে আনলেন।

মাত্র দুইদিন আগে রংপুরে প্রোগ্রাম করতে যান। বিমানে উঠে ক্লান্তি আর অসুস্থতায় তিনি ঘুমিয়ে পরেন। নিজের অসুস্থতার কথা সবসময়ই চেপে রাখতেন। এই বিষয়ে আলোচনা উঠলে প্রসংগ ঘুরিয়ে দিতেন। এতো নিষেধ সত্ত্বেও দু’দিন পরে রাজশাহীতে তাঁর লাইভ কনসার্ট ছিল। শুধু কি গাইবার জন্যই তিনি এত শারীরিক অত্যাচার সয়েছেন? খুব নিকটজনেরা জানতেন তিনি একধরণের অনিশ্চয়তায় ভুগতেন। ক্রিকেট খেলোয়াড়দের সন্মানের সাথে আকাশচুম্বী সন্মানী এবং আর্থিক নিশ্চয়তা দেয়া হয়। শিল্পীদের সেই ক্ষেত্রে অনাগত ভবিষ্যৎ প্রায়ই অন্ধকারের বিবরে ঢাকা। চাকুরেদের পেনশন আছে, প্রফিডেণ্ট ফান্ড, গ্র্যাচুইটি আছে। শিল্পীদের ভক্তের ভালোবাসার ফুলের মালা ছাড়া জীবিকার কোন স্থায়ী বন্দোবস্ত নাই। পাইরেসি আমাদের অডিও শিল্পকে ধবংস করে দিয়েছে, বাংলা ছায়াছবিগুলো একের পর এক ফ্লপ করায় প্লে ব্যাকও প্রায় মুখ থুবড়ে পরেছে। শুধু গান নিয়ে মেতে থাকা বাচ্চুভাই অন্য কোন পেশার সাথেও যুক্ত হন নি। তাই, মূলত জীবনের প্রয়োজনে লাইভ কনসার্টকেই অবলম্বন করতে হয়েছে। মান্না দে গেয়েছিলেন

‘সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন

একদিন গলায় তার দারুন জ্বালা ,

শেষ গান গাইল সে পরে শেষ মালা,

শিল্পের জন্যই শিল্পী শুধু, এ ছাড়া নেই কি তার অন্য জীবন?

আমাদের শিল্পীরা হাজারো শ্রোতাকে আনন্দ দিতে মঞ্চ কাঁপিয়ে ফেলুক। তাতে কারো আপত্তি থাকবার কথা নয়। কিন্তু, শিল্পীর ফর্ম সারাজীবন এক থাকে না। তাই শেষ জীবনে কোন শিল্পী দুঃস্থ হয়ে যেন না পরুক সে খেয়াল আমাদেরই রাখতে হবে। গিটার ছিল বাচ্চু ভাইয়ের প্রিয়তম বন্ধু ।তিনি গেয়েছিলেন, একদিন রূপালি গিটার ছেড়ে চলে যাব দূরে

বড় অসময়ে, বড় অবহেলায়, বড় কষ্ট নিয়ে তুমি দূরে চলে গেলে, বহুদূরে

লেখক: উপ-অধিনায়ক, আর্মড ফোর্সেস ফুড এন্ড ড্রাগস ল্যাবরেটরী/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়