শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষস্থানীয় মার্কিন দূত আসছেন বাংলাদেশ সফরে

বাংলা ট্রিবিউন : এ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এলিস ওয়েলস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপ্রধান সহকারী সচিব ওয়েলস ২০-২৩ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। এ সময় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। তাছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের বিষয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও মিলিত হওয়ার কথা রয়েছে তার।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ‘দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপদ ও পারস্পারিক যোগাযোগে সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে প্রয়োজনীয় যৌথ উদ্যোগের বিষয়ে তিনি বাংলাদেশে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।’

আগামী ২১ অক্টোবর ওয়েলসের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা, যেখানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাস করে। এরা মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হাতে জাতিগত নির্মূলের শিকার।

কক্সবাজারে ওয়েলস জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ক্ষতিগ্রস্তদের হাত পর্যন্ত সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। এ সফরকালে ওয়েলস আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যহত রাখা এবং অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করবেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়