Skip to main content

শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সর্বত্র : গণসংবর্ধনায় মতিন খসরু

শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সর্বত্র : গণসংবর্ধনায় মতিন খসরু
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি বলেছেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সর্বত্র। তিনি বলেন, গুনগত শিক্ষার ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে শিক্ষার্থীদেরকে নির্দেশনা দেন এবং পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি গতকাল শুক্রবার সকালে কুমিল্লার বুড়িচং-এ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। স্থানীয় বালিখাড়া আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ে চার তলা ভবনের কাজ উদ্বোধনী উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এমএ মতিন এমবিএর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল হাসেম খান, উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান, সোনার বংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল আবু সালেক মো. সেলিম রেজা সৌরভ, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মোশারফ খান চৌধুরী, প্রকৌশলী আবদুল মালিক ও শিক্ষানুরাগী ফারুক আহমেদ প্রমুখ।