শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০৫:১৮ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির বাজেট নিয়ে ইইউর তীব্র সমালোচনা

নূর মাজিদ : ইতালি সরকারের প্রস্তাবিত বিপুল খরচের বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় রাষ্ট্রগুলোর সংগঠনটি বলছে, ইতালির প্রস্তাবিত বাজেট তাদের ইইউর বাৎসরিক বাজেট পরিকল্পনা নীতির আইন লঙ্ঘন করছে। তবে গত বৃহ¯পতিবার প্রস্তাবিত বাজেটকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপে কন্টে। এই নিয়ে দেশটির পার্লামেন্ট সদস্য এবং সরকারের এমপিদের পক্ষ থেকেও তীব্র বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তিনি।
দেশটির অর্থনৈতিক পরিকল্পনা মন্ত্রী এবং ইতালির জোট সরকারের অন্যতম প্রধান শরিক দল ফাইভ স্টার মুভমেন্টের নেতা লুইজি ডি মাইয়ো, এই বাজেটে বেশ কিছু অংশে সংশোধনী আনার দাবি জানিয়েছেন। অন্যথায় তার দল পার্লামেন্টে বাজেট প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে এমন হুমকিও দেন। তিনি বলেন, তাকে না জানিয়েই বাজেটের বিশেষ কিছু অংশে পরিবর্তন আনা হয়েছে যার সঙ্গে তিনি একমত নন। তবে গত বুধবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে পাঠানো ওই বাজেটে স্বাক্ষর করেন তিনি। এ সময় তিনি উল্লেখিত পরিবর্তনগুলোকে লক্ষ করতে পারেননি বলেই দাবি করেছেন।

তবে সরকারের শরিক দল ফার রাইট লিগের কর্মকর্তারা এই সকল অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, ফাইভ স্টার মুভমেন্টের অগোচরে বাজট প্রস্তাবে কোনো সংশোধনী আনা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে ফাইভ স্টার মুভমেন্টের একজন এমপি বলেছেন, অর্থনৈতিক দুর্বৃত্তদের ছাড় দেয়ার কারণেই আজ আমাদের নিজস্ব দলীয় নীতি ও বিশ্বাস অস্তিত্ব সঙ্কটে পড়েছে।

প্রস্তাবিত বাজেট নিয়ে তাই ইতালির জোট সরকারের অস্তিত্ব নিয়েই সঙ্কটের কালোমেঘ ঘনিয়ে আসছে। দেশটির একজন রাজনৈতিক পর্যবেক্ষক বলেন, অচিরেই আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান হওয়া প্রয়োজন, নইলে বর্তমান সরকারের মাঝে বিভাজন আরও বাড়বে এবং এর স্থায়িত্বই সঙ্কটে পড়বে। পলিটিকো, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়