শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০৪:৩০ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গা শিবিরে অগ্নিকান্ডে ৬ রোহিঙ্গার মৃত্যু

মাহাদী আহমেদ : মিয়ানমারের একটি রোহিঙ্গা শিবিরে শুক্রবার অগ্নিকান্ডের ঘটনায় ৬ রোহিঙ্গা নিহত হয়েছে। দেশটির স্থানীয় অগ্নিানর্বাপক দল এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

গত বছর মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী ও স্থানীয় চরমপন্থী বৌদ্ধরা চরম বর্বরোচিত গণহত্যা, ধর্ষণ ও নিপীড়ন চালায়। গণহত্যা, ধর্ষণ ও নিপীড়ন থেকে বাচঁতে প্রায় ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা অধিবাসী দেশটির উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধদের পরিচালিত হত্যা-নির্যাতনের ঘটনা বিশ^বাসীর দৃষ্টি আকর্ষণ করে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল রোহিঙ্গা মুসলিমদের ওপর পরিচালিত এ বর্বরোচিত গণহত্যা, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে দেশটির সেনাবাহিনীকে অভিযুক্ত করে।

তবে মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা গণহত্যার অভিযোগ সম্পূর্ণরুপে অস্বীকার করেছে। শুক্রবারের অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ‘অন্দাও রোহিঙ্গা শিবির’টি রাজধানী ‘সিত্তি’ থেকে প্রায় ২৪ কি.মি. দূরে অবস্থিত। শিবিরটিতে প্রায় ৪ হাজার রোহিঙ্গা বসবাস করে। কয়েক ঘন্টাব্যাপী এ অগ্নিকান্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন পুরুষ ও ৫ জন নারী ছিলো বলে জানিয়েছে সেখানকার স্থানীয় অগ্নি নির্বাপক বাহিনীর মুখপাত্র হ্যান সো।

তিনি জানান, তারা ধারণা করছেন যে মূলত শিবিরের রান্নাঘর থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন বর্তমানে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় শিবিরটি থেকে ৮২২ জন রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। - ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়