Skip to main content

খলিফা উসমানের অমূল্য ১০টি বাণী

খলিফা উসমানের অমূল্য ১০টি বাণী
আনিসুর রহমান : খলিফা উসমানের (রা.) ব্যক্তিগত চরিত্রে ‘খলিফায়ে রাশেদ’ হওয়ার সব বৈশিষ্ট্যই পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। তিনি স্বভাবতঃ ছিলেন পবিত্র চরিত্র, বিশ্বাস পরায়ণ, সত্যবাদী, ন্যায়নিষ্ঠ, সহনশীল এবং দরিদ্র-সহায় ছিলেন। আজ আমরা জেনে নেবো তার ১০টি অমূল্য বাণী- ১. দুনিয়াকে যে যত বেশি চিনেছে সে এর থেকে ততবেশি নিস্পৃহ হয়েছে। ২. মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা। ৩. জিহ্বার স্খলন পদস্খলনের চেয়েও বেশী বিপজ্জনক। ৪. মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে পারে না। ৫. শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্খা মিটে না,তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না। ৬.যত দুরবস্থায়ই পতিত হও না কেন আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করোনা। ৭. নিজের বোঝা যতই কম হোক না কেন তা অন্যের উপর চাপাতে চেষ্টা করোনা। ৮. আমলবিহীন এলেম অনেক সময় উপকারি হতে পারে কিন্ত এলেমবিহীন আলম কখনো উপকারি হয় বলে আমার জানা নেই। ৯. হে মানব সকল! আল্লাহপাক তোমাদিগকে তার আনুগত্যের জন্যই সৃষ্টি করেছেন, অথচ তোমরা অন্যের আনুগত্য করতে উৎসাহ বোধ কর। ১০. পার্থিব জীবনের ভোগবিলাস অনন্তজীবনের প্রাপ্য হ্রাস করে দেয়।