শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০২:০৩ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি না পেলেও সিলেট যাবে ঐক্যফ্রন্ট

সাব্বির আহমেদ : সমাবেশের অনুমতি না পেলেও সিলেট যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি না পেয়ে ২৪ অক্টোবরের জন্য ফের আবেদন করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

শুক্রবার সন্ধ্যায় জোটের বৈঠক শেষে সিলেটে যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

তিনি জানান, ঐক্যফ্রন্ট ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়েও পায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি রয়েছে। তাই ২৪ অক্টোবরের ফের আবেদন করা হয়েছে। ওইদিনও অনুমতি না পেলে মাজার জিয়ারত করবেন ঐক্যফ্রন্টের নেতারা। হয়রত শাহজালাল (রহ) ও শাহ পরানসহ এম এ জি ওসমানীর মাজার জিয়ারত করা হবে।

মন্টু জানান, আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। এরপর সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করবেন নেতারা। আমাদের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আজকের বৈঠকে উপস্থিত অনেকেই ওই লিয়াজোঁ কমিটি আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়