শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি কিংবদন্তীর ছেলে খেলবেন অস্ট্রেলিয়া দলে

স্পোর্টস ডেস্ক : আদর্শ বাবার আদর্শ ছেলে- কথাটি আবদুল কাদির ও তার ছেলে সাথে খুব মানানসয়। আবদুল কাদির পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার। বাবাকে আদর্শ মেনে লেগস্পিনকে বেছে নিয়েছেন ছেলে উসমান কাদিরও। তবে বাবা-ছেলের মধ্যে পার্থক্যও আছে একটি জায়গাতে। বাবা কাদির পুরো ক্যারিয়ারজুড়ে খেলেছেন জন্মভূমি পাকিস্তানের হয়ে। কিন্তু তার ছেলে ওসমান খেলতে চান অস্ট্রেলিয়ার হয়ে।

কাদিরের ছেলে উসমানের জন্ম পাকিস্তানের লাহোরে। পাকিস্তানের বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করা ২৫ বছর বয়সী এ লেগি দুই বছর আগে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। ২০২০ সালের মধ্যে দেশটির নাগরিকত্ব পাওয়ার আশায় রয়েছেন উসমান। ওই বছরই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে পথে অনেকটাই এগিয়ে গেছেন উসমান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশে ডাক পেয়েছেন উসমান। ক্যানবেরায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

বিশ্বের সেরা লেগ স্পিনার বলতে শেন ওয়ার্নকেই মানেন সবাই। কিন্তু মৃতপ্রায় এই শিল্পকে জাগিয়ে তোলার কৃতিত্ব আবদুল কাদিরের। ৬৭ টেস্টে ২৩৬ উইকেট পাওয়া কিংবদন্তির ছেলে ২৩ বছর পর্যন্ত পাকিস্তানের হয়েই খেলতে চেয়েছিলেন। কিন্তু দলে ঢোকা নিয়ে রাজনীতিতে বিরক্ত হয়ে সিডনিতে গ্রেড ক্রিকেট খেলতে চলে এসেছেন ২০১৬ সালে।

সিডনিতে মাত্র ৬ ম্যাচেই ৩৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচকদের নজরে চলে এসেছেন উসমান। অস্ট্রেলিয়ার হয়ে অবশ্য এখনো খেলা সম্ভব নয় তাঁর পক্ষে। বিশেষ প্রতিভাধর ভিসার জন্য উপযুক্ত প্রমাণ করে ২০২০ বিশ্ব টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার পক্ষে খেলার স্বপ্ন দেখছেন কাদির। ২০২০ সালের এই প্রতিযোগিতা হবে অস্ট্রেলিয়াতেই।

৩১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও প্রধানমন্ত্রী একাদশের ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেদিনই বোঝা যাবে, আসলেই কি রতœ হারিয়েছে পাকিস্তান। নাকি ইয়াসির-শাদাবের লেগ স্পিনই যথেষ্ট তাদের জন্য। প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়