Skip to main content

ডিএসইতে পিই রেশিও কমেছে শূন্য দশমিক ৮৫ শতাংশ

ফয়সাল মেহেদী : সদ্য বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) শূন্য দশমিক ৮৫ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৫ দশমিক ৩২ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৫ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও শূন্য দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ কমেছে। এদিকে সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯ দশমিক ৫৩ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৯ দশমিক ৩২ পয়েন্টে, বস্ত্র খাতের ১৭ দশমিক ৩৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৬ দশমিক ৭৭ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৫ দশমিক ৪৫ পয়েন্টে, বীমা খাতের ১০ দশমিক ১৪ পয়েন্টে, বিবিধ খাতের ১৯ দশমিক ৩২ পয়েন্টে, খাদ্য খাতের ১৯ দশমিক শূন্য ৬ পয়েন্টে, চামড়া খাতের ১৫ দশমিক ৩২ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৭ দশমিক ২৫ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৫ দশমিক ১৮ পয়েন্টে, আর্থিক খাতের ১৫ দশমিক ৬৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ২৬ দশমিক শূন্য ৩ পয়েন্টে, পেপার খাতের ৯৫ দশমিক ৮৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৪ দশমিক ৬০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৫ দশমিক ১৭ পয়েন্টে, সিরামিক খাতের ২৭ দশমিক শূন্য ৮ পয়েন্টে এবং পাট খাতের পিই ১৬৩ দশমিক শূন্য ৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যান্য সংবাদ