শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ১১:০০ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিক্ষা নিরুৎসাহিত করতে মসজিদে খুৎবায় দেশবাসীর প্রতি আহবান

আবু বকর : ভিক্ষা প্রদান নিরুৎসাহিত করতে দেশের সকল মসজিদে খুৎবায় দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিক নির্দেশনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সকল মসজিদের ইমামগণ শুক্রবার খুৎবা পূর্ববর্তী আলোচনায় দেশবাসীর প্রতি এই আহবান জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক তত্বাবধানে পরিচালিত ভিক্ষুক পুনর্বাসন সেল দেশের সকল মসজিদের ইমামদের কাছে এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেন। এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ’ গড়ার অভিপ্রায়কে বাস্তবে রুপদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০১৮ সালের মধ্যে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। বিভিন্ন মসজিদের ইমামগণ তাদের আলোচনায় বলেন, ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক এবং মর্যাদাহানিকর পেশা। ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে। মেহনত করে জীবিকা নির্বাহ করা রাসুলের সুন্নাত। ‘নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত কর সবে’।

পরিপত্রে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ,১৯৭৬ এর ৮১ ধারা অনুসারে ভিক্ষাবৃত্তি অপরাধ এবং এ অপরাধে এক মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। নামাজ শেষে ভিক্ষুক পুনর্বাসন সেল মুসল্লিদের মধ্যে প্রচারপত্র বিলি করে। ভিক্ষুকদের হস্তশিল্প, কুটিরশিল্প, দর্জির কাজসহ বিভিন্ন ধরণের কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহায়তা প্রদান, ভিক্ষুকদের জন্য আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টি, প্রতিবন্ধী ভিক্ষুকদের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে এবং বৃদ্ধ ভিক্ষুকদের বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতে প্রচারপত্রে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়। এতে বলা হয়, ব্যাক্তি ভিক্ষুককে ভিক্ষা দিয়ে তাকে ভিক্ষাবৃত্তিতে উৎসাহিত না করে বরং অনুদানের অর্থ যাকাত তহবিল, এতিমখানা, বৃদ্ধাশ্রম বা কোন ধর্মীয় প্রতিষ্ঠানে জমা দিতে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়