Skip to main content

বন্ধুকে অপহরণের অভিযোগ বেনজেমার বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ও ফরাসি তারকা করিম বেনজেমার বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন তারই বন্ধু ও প্রাক্তন ফুটবল অ্যাজেন্ট লিও ডি’সুজা। গত ৭ অক্টোবরের এক ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ করেন লিও ডি সুজা। প্যারিসের ১৩ অ্যারনডিসিমেন্টে একটি বারের সামনে অপহরনের এমন অভিযোগ আনেন লিও ডি’সুজা। গত ৭ অক্টোবর ফরাসি লিগ ওয়ানে লিয়নের বিপক্ষে প্যারিস সেইন্ট জার্মেই ৫-০ গোলে জয়ের পর এমন অভিযোগ উঠে। একটি বারের সামনে অ্যাকসিডেন্টের পর অপহরনের এমন অভিযোগ উঠে লস ব্লাঙ্কোস স্ট্রাইকার বেনজেমার বিরুদ্ধে। ফরাসি গনমাধ্যমের খবরে বলা হয়, ওই ফুটবল প্রতিনিধি পুলিশের কাছে অভিযোগ করেন তার সঙ্গে অপহরনের চেষ্টা, নির্বিচারে আটক এবং সংঘর্ষ বাঁধানের চেষ্টা করেন বেনজেমা। তার এমন অভিযোগের পর ব্যাপারটি নিয়ে তদন্তে নেমেছে ফ্রান্সের পুলিশ। তবে বেনজেমার আইনজীবী সিলভেইন কোরমিয়ের জানান ডি’সুজার এমন অভিযোগ সত্য নয়। দ্য সান, ফক্স স্পোর্টস