শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯ তারিখের রায়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটবে: নজরুল

শিমুল মাহমুদ : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২৯ তারিখে জিয়া চ্যারিটেবল মামলার রায়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটবে।

শুক্রবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আফসার আলী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আফসার আলীর ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আগামী ২৯ তারিখে আরেকটি রায় হবে , কী রায় হবে আমরা জানি না। কিন্তু যেভাবে দ্রুত এ রায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে , তাতে অনুমান করা যায় সেখানেও সরকারের যে রাজনৈতিক প্রতিহিংসা, তারই প্রতিফলন ঘটবে।’

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়েছে যে, তিনি সুস্থ হয়ে আত্মপক্ষ সমর্থন না করা পর্যন্ত রায় ঘোষণা করা যেন না হয়। আমরা মনে করি এটা আমাদের অত্যন্ত ন্যায্য আবেদন এবং উচ্চ আদালত আমাদের আবেদন গ্রহণ করে তাকে আত্মপক্ষ সমর্থন করার পরে রায় ঘোষণা দেবেন।’

মুক্তিযুদ্ধের ফসল গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এমন দাবি করে নজরুল বলেন, ‘কণ্ঠকে রুদ্ধ করার জন্য একের পর এক কালাকানুন করা হচ্ছে। যারাই গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য লড়াই করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হচ্ছে। গায়েবী মামলা দেওয়া হচ্ছে এবং গুম-খুন ইত্যাদির মাধ্যমে বিরোধী দলকে দমন করা হচ্ছে। এরকম একটি দুরাবস্থায় আফসার আলী যে বেঁচে নাই সম্ভবত তিনি এ অবস্থা দেখলে অনেক কষ্ট পেতেন। কারণ আইয়ুব বিরোধী আন্দোলন দেখেছেন , এত অত্যাচার দেখেন নাই। এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন এত অত্যাচার দেখেন নাই। আজ তাদের চেয়েও বেশি অত্যাচার করা হচ্ছে।’

অর্থমন্ত্রীর অনেক বক্তব্য হাস্যকর তার বক্তব্য শুনে জাতীয় হাসে তিনিও হাসেন সাংবাদিকরাও হাসেন এমন মন্তব্য করে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন , কামাল হোসেন জিরো। মাননীয় অর্থমন্ত্রীকে বলতে চাই , আপনারা বিচারপতি সাত্তারের বিরুদ্ধে আপনার দল ও অন্যান্য বিরোধী দল মিলে কামাল হোসেনের চেয়ে যোগ্য আর অন্য কাউকে খুঁজে পান নাই, তাকে রাষ্টপতির জন্য প্রার্থী করেছিলেন, আর আজকে তিনি জিরো। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব যিনি আগের বার আপনার সরকার ব্যবস্থায় মন্ত্রী ছিলেন তিনিও জিরো। আর আপনি সরকারি চাকরি করে এরশাদের উপদেষ্টা হয়ে মন্ত্রী হয়ে প্লাস হয়ে গেলেন। অংশগ্রহণমূলক নির্বাচনে আপনাদেরকে বারবার পরাজিত করেছে সেই বিএনপিও জিরো হয়ে গেল, তাহলে প্লাস টা কী? আপনাদের শাসনামলে রাজনৈতিক দলগুলোকে প্লাস রাখার ব্যবস্থাই তো রাখেন নাই।’

বিএনপি মোকাবেলা করে সরকারের বিভিন্ন বাহিনীকে, এমন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমরা তো আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। যখনই মিটিং মিছিলে যাই তখনই সামনে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী থাকে, আওয়ামী লীগ না। অতএব আমাকে মোকাবেলা করতে হচ্ছে এখন সরকারের বিভিন্ন বাহিনীদেরকে, আওয়ামী লীগকে না। আর আওয়ামী লীগের আইনি অস্ত্র যারা ব্যবহার করে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। যে সরকারের শাসনামলে ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু হয় না তার আমলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এটা জাতি বিশ্বাস করে না।’

নির্বাচনে প্রভাবিত করতে পারে এমন সরকার আমরা চাই না উল্লেখ করে নজরুল বলেন, ‘সংবিধানে আছে নির্বাচন কমিশনকে সাহায্য করবে সহায়ক সরকার, কিন্তু দলীয় সরকার থাকলে তারা সহায়তা করবে না, প্রভাবিত করবে। আমরা সহায়ক সরকার চাই, প্রভাবিত সরকার চাই না।’

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকের সভাপতিত্বে ও ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, অ্যাডভোকেট রফিক শিকদার, জিনক্বাপ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, শাহাবাগ থানা কৃষক দ‌লের সভাপ‌তি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়