শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০১৮, ০৭:২২ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৮, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন: সৌদি আরবে চার দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত পৌনে দুইটায় সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে। সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নিমন্ত্রণে গত ১৬ অক্টোবর সফরে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও সৌদি আরব শিল্প এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রিয়াদে বাদশাহ সৌদ প্রাসাদে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের মধ্যে সহযোগিতার নীতিমালা সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ও সৌদি
আরবের হানওয়াহ্ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে নির্মাণ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) ও সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশে সৌর বিদ্যুৎ প্রকল্প উন্নয়ন বিষয়ে বাংলাদেশের শিল্পমন্ত্রী ও সৌদি আরবের আলফানার কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও সৌদি আরবের আল বাওয়ানী কো. লি.-এর মধ্যে সমঝোতা স্মারক।

সফরে প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেন। এছাড়া সৌদি আরবের বাদশা ও যুবরাজের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি তিনি রিয়াদে নিজস্ব জমিতে নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তি স্থাপন করেন।

গত বুধবার (১৭ অক্টোবর) কাউন্সিল অব সৌদি চেম্বার আয়োজিত একটি সেমিনারে যোগ দেন শেখ হাসিনা। এদিন রাতেই তিনি মদিনা পৌঁছান বাংলাদেশের সরকার প্রধান। সেখানে তিনি মসজিদে নববীতে নামাজ পড়েন এবং মহানবীর (স.) রওজা জিয়ারত করেন। পরে পবিত্র মক্কা নগরীতে গিয়ে ওমরাহ পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়